রবিবার, ০৭ অগাস্ট ২০২২, ১০:২০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:: ৭৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকা ঘোষণা করা হলো। ২০২১ সালের সেরা চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) এবার রেখেছিল ঘরোয়া আয়োজন।
৯ জানুয়ারি (বাংলাদেশ সময় সোমবার সকাল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তালিকা জানানো হয়েছে।
আন্তর্জাতিক সাংবাদিকদের সংগঠনটির সদস্যদের মধ্যে জাতিগত বৈচিত্র্য বাড়ানোর পদক্ষেপ না নেওয়ায় অভিনয়শিল্পী, প্রযোজনা প্রতিষ্ঠানসহ অনেকে এবারের আসর বর্জনের পরিকল্পনা করে। তাদের সমর্থন জানিয়ে এনবিসি নেটওয়ার্ক অনুষ্ঠানটি সম্প্রচার না করার সিদ্ধান্ত নেয়।
৭৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে চলচ্চিত্রের মধ্যে সর্বাধিক তিনটি করে পুরস্কার জিতেছে জেন ক্যাম্পিয়ন পরিচালিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ এবং স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’। টেলিভিশনের মধ্যে এইচবিও’র ‘সাকসেশন’ সর্বাধিক তিনটি পুরস্কার জিতেছে।
৭৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য পাওয়ার অব দ্য ডগ
সেরা অভিনেত্রী (ড্রামা)
নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস)
সেরা অভিনেতা (ড্রামা)
উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)
ওয়েস্ট সাইড স্টোরি
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
র্যাচেল জেগলার (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
অ্যান্ড্রু গারফিল্ড (টিক, টিক… বুম!)
সেরা পার্শ্ব অভিনেত্রী
আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা পার্শ্ব অভিনেতা
কোডি স্মিথ ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা পরিচালক
জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা চিত্রনাট্য
বেলফাস্ট (কেনেথ ব্রানা)
সেরা অ্যানিমেটেড ছবি
এনক্যান্টো
সেরা বিদেশি ভাষার ছবি
ড্রাইভ মাই কার (জাপান)
সেরা মৌলিক সুর
ডুন (হ্যান্স জিমার)
সেরা মৌলিক গান
নো টাইম টু ডাই (বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল, নো টাইম টু ডাই)
টেলিভিশন
সেরা টিভি সিরিজ (ড্রামা)
সাকসেশন (এইচবিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
এমজে রড্রিগেজ (পোজ, এফএক্স)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
জেরেমি স্ট্রং (সাকসেশন)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
হ্যাকস (এইচবিও ম্যাক্স)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
জিন স্মার্ট (হ্যাকস, এইচবিও ম্যাক্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেসন সুডেইকিস (টেড লাসো, অ্যাপল টিভি প্লাস)
সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড (প্রাইম ভিডিও)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
কেট উইন্সলেট (মেয়ার অব ইস্টটাউন, এইচবিও)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
মাইকেল কিটন (ডোপসিক, হুলু)
সেরা টিভি পার্শ্ব অভিনেত্রী
সারাহ স্নুক (সাকসেশন)
সেরা টিভি পার্শ্ব অভিনেতা