শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি, ই-কণ্ঠ অনলাইন:: গত এক বছরে ৭৫ হাজার কোটি টাকার সমপরিমাণ ৭.৮ বিলিয়ন ডলার পাচার করে হুন্ডি ব্যবসায়ীরা। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে চক্রটি বিলিয়ন ডলারের ডিজিটাল হুন্ডি কারবার করে আসছে।
এই চক্রের ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
সংস্থাটি জানায়, দেশে ডলারের দাম বাড়াসহ নানা কারণে একাধিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিআইডি।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।
তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা জানতে পারি বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মাধ্যমে এই ৫ হাজার এজেন্ট গত ৪ মাসে ২৫ হাজার কোটি টাকা পাচার করে। বছরে এই পাচারকৃত অর্থের পরিমাণ ৭৫ হাজার কোটি টাকা।
মোহাম্মদ আলী বলেন, আমরা যে ১৬ জনকে গ্রেপ্তার করেছি তাদের জিজ্ঞাসাবাদে গত ৪ মাসে ২০ কোটি ৭০ লাখ টাকা পাচার হয়েছে মর্মে জানা গেছে। এছাড়া এমএফএসের মাধ্যমে হুন্ডি করে এমন ৫ হাজারের বেশি এজেন্টের সন্ধান পেয়েছে সিআইডি।