শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আগামীকাল মঙ্গলবার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছ।
সোমবার বিকেলে শ্রীনগর ডাকবাংলাতে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি জহিরুল হক শিকদার নিশাদ, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন সহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।