শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসার অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২ টায় শ্রীনগর উপজেলার ষোলঘর এস কে এস কে উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, সহকারী কমিশনার ভূমি মোঃ আবু বক্কর সিদ্দিক, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল ইসলাম, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।