শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসার এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০২৩ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার ষোলঘর এস কে এস কে উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফি, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হানিফা নোমান, জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন, ষোলঘর একে এসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।