শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) থেকে:: শ্রীনগরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মসিউর রহমান মামুন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো: আবুবক্কর ছিদ্দিক, শ্রীনগর থানার ওসি অপারেশন পুস্পেন দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএস নাজির হোসেন, মো: সোলাইমান খান, হামিদুল্লাহ খান মুন, মো: আলী আকবর, মো: বাবুল হোসেন বাবু, আবু নাছের তানজিল, মো: ফারুক হোসেন, মো: ফজলুর রহমান, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো: নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।