মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় জনসাধারনের চলাচলের সরকারী রাস্তার উপর অবৈধভাবে বালু, ইট ও ঢালাইয়ের মেশিন বসানোর অপরাধে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে একজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।