শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ থেকে ১১ বছর বয়সী কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে করোনাভাইরাসের (কোভিট-১৯) টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় শ্রীনগর উপজেলার ষোলঘর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তোহা শাকিল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, সহকারী শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, ওই বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হান্না হোসেন প্রমুখ।