শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: কমিউনিটি পুলিশিংয়ের মূলনীতি, শান্তি, নিরাপত্তা সম্প্রীতি এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগরে কমিনিউটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শ্রীনগর থানা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০ টায় থানা প্রাঙ্গনে অলোচনা সভা ও কেকে কাটার আয়োজন করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্য মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, শ্রীনগর থানার ওসি অপারেশন পুস্পেন দেবনাথ, এসআই আল আমিন, শ্রীনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আলমাছ, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ইউপির সদস্য মেছের আলী প্রমুখ।
আলোচনা সভাশেষে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে।