শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম স্থান অর্জন করেছে শ্রীনগর উপজেলা ভূমি অফিস।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত দিনব্যাপী এই ডিজিটাল মেলায় ২৬টি বিভিন্ন ধরনের উদ্ভাবনী স্টল অংশ নেয়।
উক্ত মেলায় শ্রীনগর উপজেলা ভূমি অফিসের স্টলে বিভিন্ন ধরনের সেবাসমূহ প্রদর্শন করা হয়। এর মধ্যে অনলাইনে নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে ডিসিআর প্রদান সহ অন্যান্য সেবাসমূহ তাৎক্ষণিক প্রদানের ভিত্তিতে প্রথম স্থান অধিকার করে। এ সময় অনলাইনে শতাধিক গ্রাহককে সেবা প্রদান করে প্রায় এক লক্ষ টাকার ভূমি রাজস্ব আদায় করা হয়।