শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: “সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে জাতীয় কন্যা শিশু দিবস- ২০২২ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে নির্বাহী আফিসারের কার্যালয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফেরদৌস এর সঞ্চালনায় অলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তোহা মোঃ শাকিল, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহকারী প্রোগ্রামার সায়লা শারমিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন প্রমুখ।