শনিবার, ২৮ মে ২০২২, ১০:০৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় উপজলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আয়োজন করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরোদ্দোজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, রেহানা বেগম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল হক, নির্বাচন অফিসার রফিকুল ইসলাম ও নবনির্বাচিত চেয়ারম্যান সহ ইউপির সদস্যবৃন্দ।