শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:০৩ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আবু বক্কর ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, শ্রীনগর খানার অফিসার ইনর্চাজ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তোহা মোঃ শাকিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর, হারুন অর রশিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক খান বারী, জি এস নাজির হোসেন, মোঃ হামিদ্দুল্লাহ খান মুন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রয়েল প্রমুখ।