শনিবার, ২৮ মে ২০২২, ১০:৪৬ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতিনিধি:: মুন্সীগঞ্জের শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ শিক্ষক পরিষদের উদ্যোগে এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় শ্রীনগর পাইলট স্কুল মিলনায়তনে অত্র বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুখেন ফাউন্ডেশনের সভাপতি স্বপন কুমার মোদক, অত্র বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ কুমার সাহা, সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন উজ্জল, মোঃ সিদ্দকুর রহমান খান, আব্দুল হালিম, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধির চন্দ্র দত্ত, কাজল দাস প্রমুখ।