মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় শনিবার শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিতব্য পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে ৩২টি মিডিয়া হাউজ অংশ নেবে।
বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাকক্ষে টুর্নামেন্টের সংবাদ সম্মেলন, ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) তেহসিনা খানম, বিএসজেএর সভাপতি এ টি এম সাঈদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসজেএর যুগ্ম সম্পাদক এস এম সুমন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩২টি মিডিয়া হাউজ ৮ গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরে ৮ গ্রুপ চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। সেমিফাইনাল ও ফাইনাল খেলা দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।