মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৫৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে শেরিফা কাদের

লালমনিরহাট প্রতিনিধি:: দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। বিশেষ করে উত্তরবঙ্গের লালমনিরহাট জেলা শহরের হতদরিদ্র অসহায় মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। লালমনিরহাট জেলায় অতিকষ্টে থাকা এসব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন জেলা জাতীয় পার্টি। দুস্থ এসব মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে এক হাজার দুইশত কম্বল বিতরণ করে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টি কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে এসব কম্বল বিতরণ করেন।

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি বলেন, জাতীয়পার্টি সব সময় দেশের মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। যেহেতু সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে শীতের তীব্রতা বেশি তাই এখানকার গরীব, অসহায় ও দুঃস্থ মানুষগুলো শীতের সময় ভীষন কষ্টে থাকে। তাদের কথা চিন্তা করেই লালমনিরহাট সদরের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এক হাজার দুইশত শীতার্ত গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষের মাঝে জাতীয় পার্টির এই কম্বল বিতরন অব্যাহত থাকবে।

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমনের সভাপতিত্বে কম্বল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ নজরুল ইসলাম বাদশা, মোঃ আনসার আলী, মোঃ রফিকুল ইসলাম রতন, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, লালমনিরহাট জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ মহিউল ইসলাম, লালমনিরহাট মটর শ্রমিক পার্টির আহবায়ক মোঃ আছির উদ্দিন, জাতীয় মহিলা পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক মোছাঃ শামীমা নাসরিন সীমু, সদস্য সচিব মোছাঃ কাজী রুকসানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution