সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৩:১৩ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. আলম শেখকে ছাগল চুরির মামলায় মধুখালী থানা পুলিশ বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠিয়েছে।
মধুখালী থানা সূত্রে জানা গেছে, বুধবার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামের পারুল বেগম বাড়িতে একটি ছাগল বেঁধে রেখে ফরিদপুর আদালতে মামলায় হাজিরা দিতে যান। দুপুরে বাড়িতে এসে ছাগল দেখতে না পেয়ে অনেক খুঁজাখুঁজি করে অবশেষে পার্শ্ববর্তী জামালপুরহাটে গিয়ে ছাগল দেখতে পায়।
হাটের ইজারাদার শফিক সরদার জানায়, আলম শেখ নামে এক ব্যক্তি ছাগলটি বিক্রি করেছে এবং এরশাদ নামের ব্যাপারি ছাগলটি ক্রয় করেছে।এসময় পারুল ও তাঁর ছেলে পারভেজ পুলিশকে ফোন দিলে পুলিশ মধুখালী বাজার বাসস্ট্যান্ড হতে ছাগলটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পারুল বেগম থানায় আলম শেখ (৬৫)ও মিরাজ মোল্যা (৩০)কে আসামী করে অভিযোগ দিলে একটি চুরি মামলা রুজু করে রাতেই মধুখালী থানা পুলিশ আলম শেখকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতেপাঠানো হয়েছে।