মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:০০ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এড শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া সহ অন্যরা।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।