মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:১০ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় সাংবাদিক সম্মেলনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় হয়রানীর শিকার হওয়ার অভিযোগ করেন ভূক্তভোগী আসাদুল হক।
ভালুকা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাঠালী বড়চালা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আসাদুল হক ১৮ মে (বৃহস্পতিবার) সকালে ভালুকা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে আসাদুল জানান, গত ১১ মে (বৃহস্পতিবার) বিকেলে কাঠালী বড়চালা বাজারে অবস্থিত তার মুদির দোকান থেকে পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে পরের দিন ১২ মে (শুক্রবার) একই এলাকার ভারাটিয়া বহিরাগত শাওন ইসলাম রকির দায়ের কৃত একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদা দাবীর মামলায় তাকে জেল-হাজতে পাঠায়। ভালুকা মডেল থানায় মামলা নং-২৪, তারিখ-১২-০৫-২০২৩ইং।
সাংবাদিক সম্মেলনে আসাদুল জানায়, শাওন ইসলাম রকি বাদী হয়ে এর আগেও আসাদুলের নামে ভালুকা মডেল থানায় অপর একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলা নং-৪৮,ধারা-৩২৬, তারিখ ২২-০৪-২০২৩ইং। শাওন ইসলাম রকি ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ড, কাঠালী বড়চালা গ্রামের রহমত ভান্ডারীর বাসা ভারা নিয়া বসবাস করলেও সে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার দেবীপুর গ্রামের হাজী আনোয়ার হোসেনের ছেলে।
সাংবাদিক সম্মেলনে আসাদুল আরও জানায়, একটি স্বার্থান্নেসী কুচক্রি মহলের প্ররোচনায় ও ছত্রছায়ায় বহিরাগত রকি, আসাদুলের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে, আসাদুল ও তার পরিবারকে আর্থিক ক্ষতি সহ সামাজিক ও মানসিক ভাবে হয়রানী করছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, শাওন ইসলাম রকির অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।