সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৪৬ অপরাহ্ন

ভালুকায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মল্লিকবাড়ি মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপরজন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে শনিবার (২৫ মার্চ) মোটর সাইকেল যোগে স্কয়ার মাস্টার বাড়ি থেকে ভালুকা আসার পথে রাস্তায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে স্ব-জোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুজন নিহত হন।

নিহত সুজন( ৩২) গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল গ্রামের হাবিব মিয়ার ছেলে।

অপরদিকে আহত মনিরুল ইসলাম (২২) ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মো. আজিজুলের ছেলে। আহত মনিরুলকে গুরুতর অবস্থায় প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি বৃটিশ ট্যোবাকো কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ পিপিএম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution