সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৩:৪৯ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের একদিন পর জলাশয় থেকে মিনহাজ (১৩) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মিনহাজ উপজেলার দক্ষিণ ধীতপুর (রাজশাহী পাড়া) এলাকার মোঃ হাবুলের ছেলে।
জানা যায়, মিনহাজ গত মঙ্গলবার (২ আগষ্ট) নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। পরে বুধবার (৩ আগষ্ট) সকালে উপজেলার বিরুনিয়া ইউনিয়নের ভাওয়ার মোড়ে একটি জলাশয়ে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মিনহাজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, জলাশয় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় পরে লাশটি উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অনুমোদিত দেওয়া হয়েছে।