মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:১৯ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ধর্ষণ মামলার এক আসামিসহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেফতার করে বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠায় ভালুকা মডেল থানা পুলিশ।
সুত্রে জানা যায়, জোর পূর্বক ধর্ষণের অভিযোগে মফিজ উদ্দিন (মাস্টার) নামে একজনসহ বিভিন্ন মামলায় মোট ১২জনকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। এদের মধ্যে সাজা প্রাপ্ত ওয়ারেন্টে ভুক্ত ও নিয়মিত মামলার আসামিও রয়েছে। বাকি আসামিরা হলো- শাহ জামাল, মোঃ বিপ্লব, মোঃ কাজল মিয়া, মোঃ রাসেল মিয়া, শাহাদাত হোসাইন, মোঃ হুমায়ুন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ ফয়সাল, মোঃ নজরুল ইসলাম, মোঃ সেলিম ও মোঃ এনামুল।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার এক গৃহিনীকে ধর্ষণের অভিযোগে একজন সহ বিভিন্ন মামলার ১২ জন আসামিকে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।