বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৫৩ পূর্বাহ্ন

ভালুকায় থানার ব্যারাক থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা মডেল থানার ভেতরে (ব্যারাকে) হুমায়ুন কবির নামে এক উপ-পরিদর্শক (এসআই) ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে থানার দু’তলার (ব্যারাক) একটি কক্ষে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পুলিশ। খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা ও জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা জানান, ব্যারাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের মরদেহটি উদ্ধার করা হয়েছে। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভালুকা মডেল থানায় কর্মরত নিহত হুমায়ুন কবির টাঙ্গাইলের মধুপুর উপজেলার মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution