মঙ্গলবার, ০৫ Jul ২০২২, ০১:২৫ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ভালুকায় জাম পড়তে গিয়ে গাছ থেকে পড়ে রুমানা আক্তার (৩৬) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার সোয়াইল গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামের সবুজ মিয়ার স্ত্রী রুমানা আকতার ঘটনার সময় তাদের বাড়ির পাশে জাম গাছ থেকে জাম পাড়তে উঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি হাত ফসকে গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। খোঁজ পেয়ে পরিবারের লোকজন রুমানাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেদুয়ারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও নিহতের চাচাতো ভাই শাহজাহান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, গাছ থেকে পড়ে মহিলা মারা যাওয়ার ঘটনাটি তার জানা নেই।