বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৫৪ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে শনিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় শুরু হবে এ কর্মসূচি।
এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি। আগের দিন (শুক্রবার) রাতেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। তবে পথে পথে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন নেতারা।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বিএনপির ফরিদপুরের গণসমাবেশের তিন দিন আগেই আমাদের হাজারো নেতাকর্মী মাঠে সমবেত হয়েছেন। তাদের কারও হাতেই লাঠিসোটা নেই।’
তিনি বলেন, ‘সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে এই গণসমাবেশ আমরা সফল করব। এতে লক্ষাধিক লোকের সমাগম হবে। মাঠ ছেড়ে জনতার উপস্থিতি ছড়িয়ে পরবে ফরিদপুর শহরেও।’