মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন

পুলিশ তার পেশাদারিত্ব ও সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী থেকে:: জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ বাহিনী যেন জনগণের আস্থা অর্জন করতে পারে। যেকোনো দুর্যোগ মোকাবিলায়, সন্ত্রাস দমন বা কোনো কাজ করতে গেলে জনগণের সহায়তা একান্তভাবে দরকার। মানুষ যেকোনো বিপদে পুলিশকে পাশে পেলে তারা যেন অত্যন্ত আশ্বস্ত হয়। পুলিশ তার পেশাদারিত্ব ও সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে।

রবিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানস্থলে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘জনগণের জান-মাল রক্ষায় এবং এসব সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে রক্ষায় পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। এমনকি করোনা মহামারিকালে আমরা দেখেছি, যখন আত্মীয়-স্বজনও লাশ দাফন-কাফন করতে যায়নি, তখন পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গেছে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সারদা পুলিশ একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চূড়ান্ত প্রশিক্ষণ কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রধানমন্ত্রী প্রশিক্ষণে দক্ষতা অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে ট্রফি বিতরণ করেন।

অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

একাডেমির কর্মসূচি শেষে রাজশাহীর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটায় নগরীর মাদ্রাসা মাঠে এ জনসভা শুরু হবে। জনসভায় উন্নয়নের বার্তা তুলে ধরার পাশাপাশি উত্তরাঞ্চলের জনগণের জন্য বিশেষ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution