বুধবার, ০৭ Jun ২০২৩, ০২:৪০ পূর্বাহ্ন

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: আফগানিস্তান-পাকিস্তানের উত্তর-পূর্ব সীমান্তে মঙ্গলবার (২১ মার্চ) রাতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। ৬.৫ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানের বেশ কয়েকটি বড় শহরে এবং ভারতের নয়াদিল্লি পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মঙ্গলবার রাতে আফগান অঞ্চল বাদাকসানের জুর্ম শহরে এই ভূমিকম্প আঘাত হানে। উত্তর আফগানিস্তান ও পাকিস্তানের শহরগুলোর বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এসব এলাকার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভূমিধস শুরু হয়েছে।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির উত্তর-পূর্ব লাঘমান প্রদেশে দুজন নিহত হয়েছে এবং কমপক্ষে আটজন আহত হয়েছে।

পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাড়িঘর ও অন্যান্য ভবন ধসে দুই শিশুসহ অন্তত ৯ জন মারা গেছে। এসময় অন্তত ৪৪ জন আহত হয়েছে।

এদিকে লাহোরের প্রত্যক্ষদর্শীরা সিএনএনকে জানিয়েছেন, সেখানেও কম্পন অনুভূত হয়েছে। ভারত-শাসিত কাশ্মীরের বৃহত্তম শহরেও কম্পন অনুভূত হয়েছে।

জানা গেছে, সোয়াত উপত্যকার হাসপাতালগুলোয় অন্তত ২৫০ মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৫ জন সামান্য আহত হয়েছে। আর দুই শতাধিক মানুষ অজ্ঞান হয়েছিলেন। এই প্রদেশের অন্যান্য এলাকায় ৫২ ব্যক্তি আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের শহর জুরম থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের কাছাকাছি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের ভূমিকম্প পরবর্তী কার্যক্রমের জন্য সতর্ক থাকতে বলেছেন।

সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution