বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ন

পল্লবী স্টেশনে মেট্রোরেল চলাচল শুরু

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশে বিরতিহীন ট্রেন চালু হওয়ার পর এবার পল্লবী স্টেশনে বিরতি দিয়ে যাত্রী পরিবহন শুরু হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে প্রথমবারের মতো পল্লবী স্টেশনে ট্রেন থামে এবং যাত্রী নিয়ে ৩০ সেকেন্ড পরেই আগারগাঁও স্টেশনে চলে যায়।

এর আগে সকাল ৮টার আগেই স্টেশনের তিনটি দরজা খুলে দেওয়া হয়। যাত্রীরা ৮টায় স্টেশনে প্রবেশ করে। এ সময় পল্লবী থানা ছাত্রলীগের নেতাকর্মীরা মেট্রোরেলের যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে স্বাগত জানান।

স্টেশন কন্ট্রোলার মাসুদ রানা জুয়েল বলেন, ‘সকাল ৮টা ৩৪ মিনিটে উত্তরা স্টেশন থেকে আমাদের স্টেশনে আসে ট্রেন। ৩০ সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর যাত্রী নিয়ে আগারগাঁও স্টেশনের দিকে যাত্রা করেছে।’

সরেজমিনে মিরপুরের পল্লবী স্টেশনে দেখা যায়, স্টেশনে কোনও ভিড় নেই। স্টেশনের দুই অংশের ছয়টি টিকিট বিক্রয় মেশিনের একটি বন্ধ দেখা যায়। এর পাশাপাশি মেশিনে খুচরা টাকা না থাকায় টিকিট সংগ্রহ করতে না পারায় অনেককে কাউন্টারে পাঠাতে দেখা যায়। স্টেশনে টিকিট বিক্রয় মেশিনের কোন কোন মুদ্রা মেশিনে প্রবেশ করানো যাবে, তার চার্ট টানিয়ে রাখতে দেখা যায়।

সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট মো. ওয়াহিদুজ্জামান সোহাগ বলেন, ‘মেশিনের ভেতরে ভাংতি টাকা না থাকার আমরা কাউন্টারে পাঠাচ্ছি। এ ছাড়া ২০১৯ সালের পরের টাকাও নিচ্ছে না মেশিন।’

স্টেশনে দায়িত্বরত কর্মীরা জানিয়েছেন, যাত্রী কম থাকায় স্টেশনে কোনও ভোগান্তি ছিল না আজ।

মিরপুর ডিওএইচএসের বাসিন্দা সুমাইয়া আক্তার বলেন, ‘আমার অফিস কারওয়ান বাজারে। মেট্রোরেলের এই স্টেশনটি চালু হওয়ায় আমার জন্য সুবিধা হলো। এখন তাড়াতাড়ি অফিস যেতে পারবো।’ বেসরকারি এই চাকরিজীবী জানান, টিকিট সংগ্রহ করতে তার কোনও ভোগান্তি হয়নি।

যাত্রীরা ছাড়াও অনেকেই ঘুরতে এসেছেন মেট্রোস্টেশনে। এর মধ্যে একজন মিরপুরের বাসিন্দা এম এ মৃধা সোহাগ। তিনি বলেন, ‘আজ স্টেশনটি চালু হলো। তাই আমি দেখতে এসেছি। পাশাপাশি চেয়েছিলাম এমআরটি পাস সংগ্রহ করবো। কিন্তু এসে শুনলাম সকালে দেওয়া হবে না। আমাকে আবার বিকালে আসতে হবে।’

টিকিট বিক্রয় মেশিনগুলো বন্ধের বিষয়ে জিজ্ঞেস করা হলে মেট্রোরেলের পরিচালনাকারী ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (পরিচলন) ইফতেখার হোসাইন বলেন, ‘মেশিনগুলো নতুন। ব্যবহারকারীরা পুরনো টাকা দেওয়ায় মেশিন অকার্যকর হয়ে পড়ছে। এগুলো ঠিক হয়ে যাবে।’

কিন্তু দেখা যায়, সকালে যাত্রী প্রবেশের আগেই একটি টিকিট বিক্রয় মেশিন অকার্যকর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution