মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন
নড়াইল প্রতিনিধি:: নড়াইলে মাদকসহ ১৩ মামলার আসামি সাগর দাস (৪২) নামের মাদক সম্রাটকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। সে নড়াইল পৌরসভার কুড়িগ্রামের মৃত বসন্ত দাসের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওসি ডিবির তত্ত্বাবধানে নড়াইল পৌনসভার কুড়গ্রামের রামকৃষ্ণ আশ্রম গেট সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার নামে নড়াইল সদর থানায় ১২টি মাদক মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা রয়েছে। পেশায় ভ্যানচালক ছিলেন সাগর।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান মাদকসহ এক জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার নামে নড়াইল সদর থানায় ১২টি মাদক মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা রয়েছে।