শুক্রবার, ০২ Jun ২০২৩, ০২:৫৫ অপরাহ্ন
খুলনা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় সুখেন্দ্র নাথ সরদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (০৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার খড়িয়া ভড়েঙ্গার চক এলাকায় এ ঘটনা ঘটে। সুখেন্দ্র নাথ সরদার মৃত গোষ্ট বিহারী সরদারের ছেলে।
পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে খড়িয়া ভড়েঙ্গার চক এলাকায় নিজ মৎস্য ঘেরে যান সুখেন্দ্র। এরপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘেরের পানিতে ফেলে দেয়। পানিতে ভারী কিছু ফেলার শব্দ ও গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।