শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৫:৩৮ অপরাহ্ন
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: শিক্ষক-সুপারভাইজারগণের ১২দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান করা হয়। ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোছা. হাছনা বানু।
উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাসুম আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি।
কোর্স-অর্ডিনেটর ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরো ঢাকার সহকারী পরিচালক মহা. সাহারুজ্জামান।