মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে পরিবেশ দূষণরোধে অভিযান, ৫ আটক

নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভাঙ্গা ও গলানোর সময় ভেতরে থাকা সীসার ক্ষুদ্রকণা মারাত্মক দূষণ ছড়াচ্ছে এমন অভিযোগে অনুমোদনহীন এসব পুরাতন ব্যাটারি প্রক্রিয়াজাতকরন বন্ধ করতে উপজেলার আগলা টিকরপুর এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।

আটককৃতরা হলেন- মো. শামিম ইসলাম, মো. মানিক মিয়া, মো. সজিব, হোসেন আলী ও আব্দুল রব হালদার। পরে আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে ৫টি মামলা করা হয়। ভ্রাম্যমান আদলতে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ঘোষণা দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আটককৃতরা দীর্ঘদিন যাবত সীসা আগুনে পুড়িয়ে চারদিকে ধোঁয়া ও ভয়াবহ দুর্গন্ধ ছড়িয়ে দিত। ব্যাটারির সীসা ও অন্যান্য মেটাল ডাম্পিং এর কাজ করতো। এতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যত্রতত্র পুরাতন ব্যাটারি ভাঙ্গা এবং এর ভেতরকার সীসা গলানোর মতো মারাত্মক ক্ষতিকর অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করতে সরকারি বিধিমোতাবেক এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকরি কমিশনার(ভূমি) মোঃ আঃ হালিম বলেন, পুরাতন ব্যাটারি ভাঙ্গা ও গলানোর সময় এর ভেতরে থাকা সীসার ক্ষুদ্রকণা মারাত্মক ক্ষতিকারক পরিবেশের জন্য ভারসাম্য রক্ষায় এ অভিযান পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution