মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:২০ পূর্বাহ্ন

নবাবগঞ্জে কৃষকের মাঝে পাট বীজ হস্তান্তর

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাট উৎপাদন বৃদ্ধিতে কৃষকের মাঝে বীজ বিতরণের লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের হাতে এ বীজ হস্তান্তর করা হয়। এ বীজ উপজেলার ১৪টি ইউনিয়নের ৯২৫ জন কৃষককে ১ কেজি করে বীজ দেয়া হবে।

হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, জেলা পাট কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলীমোর রহমান খান পিয়ারা, একেএম মনিরুজ্জামান তুহিন, বশির আহমেদ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, আওয়ামীলীগ নেতা ফয়েজ আল মাসুদ টুটুল, ইউসূফ হারুন টিপু, উপজেলা পাট কর্মকর্তা রোস্তম আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution