মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:২৬ পূর্বাহ্ন
মো. সাদের হোসেন বুলু, নবাবগঞ্জ থেকে:: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিলে রুপ নেয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতৃবৃন্দ নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করেন।
এসময় নেতাকর্মীরা আবু সাইদ চাঁদের শাস্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। পথ সভায় উপস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সদ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ঠিক তখন দেশী বিদেশী চক্র ষরযন্ত্র করে বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করে। তারা এই হত্যার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দীর্ঘ সময়। ৭৫ এর সেই অপশক্তি আবারও বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। তারা প্রকাশ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে প্রমাণ করেছে তারা জনগণের ভোটে বিশ্বাস করে না। বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী। তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে এই সময় আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে রাজপথে থেকে বিএনপি জামাত অপশক্তিকে প্রতিহত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সাফিল উদ্দিন, হাজী ইব্রাহীম খলিল, ফজলুর রহমান ফজল, হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো, জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহীন খান, তাবির হোসেন পাভেল, ইউছুফ হারুন টিপু, ফায়েজ আল মামুন টুটুল,সুজন বাবুসহ উপজেলা কৃষক লীগ আহবায়ক সাদের হোসেন বুলু, যুগ্ম আহবায়ক শেখ মেহেদী হাসান স্বপন, যুব লীগ সভাপতি সারোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক দিলিপ কুমার মন্ডল, ছাত্র লীগ নেতা মো. সম্রাট, সোহানুর রহমান সোহান, দিপ্ত দেওয়ান, মহিলা নেত্রী খোরশেদা মহিউদ্দিন, মনিকা ইসলাম, ইয়াসমিন আক্তার, নিলুফা আক্তার প্রমূখ।
অপরদিকে ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে সোমবার বিকালে উপজেলার জয়পাড়া বাজারসহ উপজেলার প্রধান সড়কে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নুরুল হক ব্যাপারী ও মেয়র আলমাসের নেতৃত্বে নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।