বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন

দোহারে স্পিড বোট দুর্ঘটনায় নিহত ১

নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার দোহার পদ্মা নদীতে ঘন কুয়াশায় রোববার সকাল ৮ টায় ২টি স্পিড বোটের সংঘর্ষে ঘটনাস্থলে স্পিড বোটের যাত্রী সুকুমার হালদার নামে ১ জন নিহত হয়। সে ফরিদপুর জেলার কোতোয়ালী থানার গহুলক্ষীপুর গ্রামের শিরিস হালদারের ছেলে।

অপরদিকে একই সময় আহত হয় ফরিদপুর চরভদ্রাসন উপজেলার ভাংগিরচর গ্রামের আঃ হাকিমের ছেলে মতিউর রহমান। এ বিষয়ে ২টি স্পিড বোটের আলমগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

দোহার পদ্মা নদী সংলগ্ন মৈনট ঘাটের একাধীক ব্যক্তি এ বিষয়ে বলেন, পদ্মা নদীতে ঘন কুয়াশায় দিক হারিয়ে ২টি স্পিড বোটের সংঘর্ষে এঘটনা সংগঠিত হয়েছে।

দোহার নৌপুলিশের উপ-পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম বলেন, দোহার উপজেলার পদ্মা নদীর সিমান্তবর্তী ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরঝাওকান্দা এলাকায় ২টি স্পিড বোটের সংঘর্ষের ১ জন যাত্রী নিহত ও ১ জন যাত্রী আহত হয়েছে। আহত মতিউর রহমানকে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution