মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ন

দোহারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দোহার (ঢাকা) প্রতিনিধি:: ঢাকার দোহার উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকালে মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, যে ছেলে-মেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে, তারা শারীরিক ও মানুষিক ভাবে ভাল থাকে। আর এদের দ্বারা সমাজের ভাল হয়। মাদক থেকে দুরে থাকে। তিনি আরও বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। আগামী ২০৪১ সালের মধ্যে তরুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই স্মার্ট বাংলাদেশ পাওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। নৌকায় ভোট দিতো হবে।

‘সুস্থ দেহে সুন্দর মন’ অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ব্যাচ প্রধান, কোরআন তেলওয়াত, পতাকা উত্তোলন, স্বাগত বক্তব্য, অতিথিদের বক্তব্য, জি.পি.এ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও যেমন খুশি তেমন সাজো সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় অনুষ্ঠানটির সমাপ্ত ঘটে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার-নবাবগঞ্জ সার্কেল এএসপি আশরাফুল আলম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজান মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ অজয় কুমার রায়সহ শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution