মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন
শাহনাজ পারভীন, চট্টগ্রাম থেকেঃ লোহাগাড়া উপজেলায় বিএনপি জামাত এর সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার অমল রুদ্র এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহাজান, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক কুতুবউদ্দিন শাহ ইমন, লোহাগাড়া আওয়ামী যুবলীগের আহবায়ক জহির উদ্দীন জহির, যুগ্ন আহবায়ক আব্দুল হান্নান, লোহাগাড়া ছাত্র লীগের সাবেক সভাপতি এস এম গনি সম্রাট, লোহাগাড়া আওয়ামী যুবলীগের সদস্য এরশাদুল হক, মিনহাজ উদ্দিন, পঙ্কজ রুদ্র স্বপন, আক্তারুজ্জামান চৌধুরী বাবু, সাকিবুল ইসলাম, মনজুর এলাহি, আবছার আহমদ মানিক, পলাশ দাশ, রাজীব দাশ, প্রিয়নাথ রুদ্র, দিলিপ রুদ্র, বাসুদেব রুদ্র প্রমুখ।
প্রতিবাদ সভায় ইঞ্জিনিয়ার অমল রুদ্র বলেন, যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও মাঈনুল হোসেন খান নিখিল ভাই যে নির্দেশনা দেবেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও জনগণকে সাথে নিয়ে নির্দেশনা পালন করবে।