মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন
নেএকোনা প্রতিনিধি:: টানা দ্বিতীয়বার জাতীয় প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বাগত সরকার শুভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাব্বির আহমেদ।
শনিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
সকাল ৯টায় খালিয়াজুড়ি প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। প্রেসক্লাবের ২৫ জন ভোটারের মধ্যে ২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে স্বাগত সরকার শুভ পেয়েছেন ১৩ ভোট। তার বিপরীতে শফিকুল ইসলাম তালুকদার পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী সাব্বির আহমেদ পেয়েছেন ১৪ ভোট এবং তার বিপরীতে মোহাম্মদ হাবিবুল্লাহ পেয়েছেন ১১ ভোট।
নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ২টি পদে এবার ৪জন প্রার্থী। দিপংকর দও রায় প্রধান শিহ্মক সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতন ও প্রধান নির্বাচন কমিশনার এর নেতৃত্বে খালিয়াজুড়ী প্রেসক্লাব নির্বাচন পরিচালনা করেন।