বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন

ক্ষুদ্র নৃগোষ্ঠী দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁওয়ে জোরপূর্বক জমি দখল ও বসত ঘর নির্মাণ সহ গাছ রোপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাউৎ নগর বাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠী দলিত সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অভিযোগকারী তোজাম্মেল আলম সরকার বলেন, সামুয়েল হেমব্রম, ভেট হেমরম, সামুয়েল হেমরম, ভাটু হেমরম ও রমেশ হেমরম, শাওনা মরমু ও কান্দন হেমরম আমাদের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ ও গাছ রোপণ করেছে এবং আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভিতি দেখিয়ে জমি দখল করে রেখেছে। রাউৎ নগর মৌজার জেল নং ১১১ যার রেকর্ড সংশোধিনী মামলা (ওসিসুট)১৮/১৯৭৫ রায় ১৯৭৭ ইং সংশোধিত এস এ খতিয়ান নং ৪৪০ যার মালিক মজির উদ্দিন সরকার, বিএস/আর এস রেকর্ড মূলে মজির উদ্দিন সরকার মালিক যার খতিয়ান নং ২১২০, ১৬৭৬ ডিপি খতিয়ান নং ৯৩১ অনলাইন খারিজ খতিয়ান নং ১৮৭২ও ১৮৭২ যার মালিক মজির উদ্দিন সরকারের ওয়ারিস গণ আমরা। তারই ন্যায় বিচারের দাবিতে আজ মানববন্ধনে ও সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছি।

মানববন্ধনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন, আমরা ইতিমধ্যে এই জমি নিয়ে একাধিকবার থানায় বসেছি স্থানীয় আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে। কিন্তু তারা কোন কাগজপত্র দেখাতে পারে নাই। তারা হঠাৎ করেই এমন আচরণ করছে।

স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি বলেন, আদিবাসীদের আমারা কখনো আলাদা ভাবিনা আমারা সব সময় একসাথে বসবাস করে আসছি দীর্ঘদিন ধরে। তবে আমরা জন্মের পর থেকেই মজির উদ্দিন সরকারের লোকজন কেই এই জমি ভোগদখল করতে দেখেছি। কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী দলিত সম্প্রদায়ের লোকজন হঠাৎ করে ঘড় ও গাছপালা রোপন করেছে। আমরা শুনেছি কয়েক বারের বৈঠকে তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি। মজিরদ্দিন সরকারের ওয়ারিশগণের দাবি তারা যদি সঠিক দলিলাদি দেখাতে পারে তাহলে আমরা ঐ জমি ছেড়ে দিব। নয়তো আমাদের জমি আমাদের ফিরিয়ে দেওয়া হোক।

তবে আদিবাসী সামুয়েল হ্যামব্রম গং দের দাবি তাদের বাপ দাদার আমলের রেকর্ড সুত্রে জমির মালিকের দাবিদার তারা।

এ বিষয়ে রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা বলেন,আমরা কোন এবিষয়ে লিখিত অভিযোগ পাইনি তবে এর আগে দুই বার বসা হয়েছিল ইউএনও স্যার সহ কিন্তু তাদের বিষয়টি মীমাংসা করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution