মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৩৫ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: দক্ষিণ কেরানীগঞ্জ ভুমি অফিসে জাল দলিলে নামজারী করতে গিয়ে আ: রশিদ (৫১) নামে এক ব্যক্তি ধরা খেয়েছেন।
বুধবার (২৪ মে) তাকে ভুমি অফিস থেকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমেনা মারজান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। রশিদ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার শুক্কুর মাহমুদের ছেলে।
দক্ষিণ কেরানীগঞ্জ ভুমি অফিসের নামজারী সহকারী মজিবর রহমান জয় জানান, সম্প্রতি কোন্ডা ইউনিয়নের কাটুরাইল মৌজায় রেহেনা বেগম ও খুকি বেগমের নামে ৩ টি নামজারী আবেদন ভুমি অফিসে জমা দেন দালাল আ: রশিদ। আবেদনগুলো যাচাই করতে গিয়ে দেখা যায়, আবেদনের সঙ্গে জমা দেয়া দলিলগুলো ঘষামাজা করা জাল দলিল। বুধবার দুপুরে আ: রশিদ ওই ৩ টি নামজারী আবেদনের বিষয়ে খোঁজ নিতে ভুমি অফিসে আসলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়।
আ: রশিদ জানান, কোন্ডার আইন্তা গ্রামের জাফর হাজী নামে এক ব্যক্তি তাকে নামজারীগুলো করতে দিয়েছিলেন।
কেরানীগঞ্জ (রাজস্ব সার্কেল দক্ষিণ) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমেনা মারজান বলেন, ভুমি অফিস দালালমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।