মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ায় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও শোভন রাংসা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।
বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন, উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ডি ফয়জার রহমান, সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক স ম আল মামুন সবুজ, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, সাবেক ছাত্রলীগ নেতা প্রনয় সরকার প্রীতম প্রমূখ।