মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে নাম লেখানোটা নতুন কিছু নয় বাংলাদেশের জন্য। সোমবার ২০ মার্চ পল্টনের শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় এই আসরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে তারা (এ-গ্রুপের চ্যাম্পিয়ন) প্রতিপক্ষ থাইল্যান্ডকে (বি-গ্রুপের রানার্সআপ) ৪৫-২৬ পয়েন্টে (৩টি লোনাসহ) হারায়। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১৭-১১ পয়েন্টে এগিয়েছিল।
ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার (তিনি ও মিজানুর করেন সর্বোচ্চ ১১ পয়েন্ট)। এই আসরে এ নিয়ে তিনবার ম্যাচসেরা হলেন তিনি, যা সর্বোচ্চ। থাইল্যান্ডকে উড়িয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠলো এই দলটি।
সেমির ম্যাচে বাংলাদেশের রোমান হোসেন চোট কাটিয়ে মাঠে ফেরেন ও খেলেন। যদিও মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলেছেন তিনি। গ্যালারিতে উপস্থিত ছিল উল্লেখযোগ্য নারী দর্শক, বাংলাদেশের ফাইনালে ওঠার আনন্দে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
সেমির ম্যাচে জিতলেও বাংলাদেশের শুরুটা ছিল বাজে। ক্ষিপ্রতা দিয়ে প্রতিপক্ষ থাইবাহিনী শুরুতেই দুটি পয়েন্ট আদায় করে নেয়। পক্ষান্তরে বার বার রেইড দিয়ে বাংলাদেশ কোন পয়েন্ট আদায় করে নিতে পারছিল না। থাইল্যান্ডের প্রামোত সাইসিং রেইড দিতে গিয়ে নিয়ম বহির্ভুতভাবে ম্যাটের বাইরে চলে গেলে পয়েন্টের খাতা খোলে লাল-সবুজ বাহিনী (১-২)। আরও কিছু সময় যাবার পর প্রথমবারের মতো পয়েন্টে সমতা আনে সাজুরাম গয়াতের শিষ্যরা (৪-৪)। ম্যাচের তখন ৯ মিনিট। তুহিনের রেইডে সম্ভব হয় এটা। তবে আবারও এগিয়ে যায় থাইরা। ১৪ মিনিটে প্রথমবারের মতো লিড নেয় বাংলাদেশ (৮-৭)। এরপর আর পিছিয়ে পড়তে হয়নি তাদের। পরের মিনিটেই তুহিনের রেইডে প্রথমবারের মতো থাইল্যান্ডকে অলআউট করে ‘লোনা’ পায় বাংলাদেশ। এগিয়ে যায় ১৪-৮ পয়েন্টে (লোনার জন্য ৩ ও রেইডে ২ পয়েন্ট)। ১৭-১১ স্কোরলাইনে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর আরও বিধ্বংসী হয়ে ওঠে বাংলাদেশ। প্রথমার্ধের ভুলত্রুটি কাটিয়ে ওঠে অনেকটাই। ২৩ মিনিটে থাইদের আবারও অলআউট করে বাংলাদেশ (২৪-১২)।
একপর্যায়ে বাংলাদেশ ২৯-১৬ পয়েন্টে এগিয়ে গেলেও টানা কয়েকবার ভুলভাবে খেলার খেসারত দেয়। এই সুযোগে টানা ৫টি পয়েন্ট লাভ করে থাইল্যান্ড (২০-৩০)। একপর্যায়ে শঙ্কার সৃষ্টি হয়, আবার না পঁচা শামুকে পা কেটে বসে স্বাগতিকরা। কিন্তু এরপর কৌশলী খেলা খেলে ধীরে ধীরে আবারও ব্যবধান বাড়িয়ে নিতে থাকেন তুহিন-মিজানুররা। স্কোর করে ফেলেন ৩৭-২২। কিন্তু বাংলাদেশের মনিরুল হলুদ কার্ড পেয়ে বাইরে চলে গেলে (থাই দলের চাকরিতকে ফাউল করায়) আবারও শঙ্কার সৃষ্টি হয়। কিন্তু মিজানুরের টানা দুটি সফল রেইডে আবারও ব্যবধান বাড়ায় বাংলাদেশ (৪৫-২৩)। তবে শেষের দিকে থাইল্যান্ড টানা ৩টি পয়েন্ট পেলেও সময় শেষ হয়ে যাওয়াতে আর হার এড়াতে পারেনি। পরাজয়ের গ্লানি নিয়েই ম্যাট ছাড়তে হয় তাদের। আর হ্যাটট্রিক ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে লাল-সবুজ বাহিনী।
ট্রফিতে চোখ কাবাডির দলপতি তুহিন তরফদারের
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনালে সোমবার ২০ মার্চ থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্ট ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠল বাংলাদেশ দল। গেল দুই আসরের ট্রফি জিতেছে লাল-সবুজরা। এবারো ট্রফিতে চোখ রাখছেন স্বাগতিক দলপতি তুহিন তরফদার। বলেন, ‘বঙ্গবন্ধু কাপ আগের দুইটা আমরা ঘরে তুলেছি। তৃতীয়টা ঘরের তোলার পথে এগিয়ে গিয়েছি। বাংলাদেশের যে যেখান থেকে আমাদের খেলা দেখছেন সবাই দোয়া করবেন; যেন আমরা তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হতে পারি এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি।’
আন্তর্জাতিক কাবাডিতে গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৬ ম্যাচের ৬টিতেই জিতেছে। এর মধ্যে ৩ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলার অধিনায়ক তুহিন তরফদার। নিজের পারফরম্যান্সে সন্তুষ্টি ঝরেছে তুহিনের কণ্ঠে। একই সঙ্গে দলের সদস্যদেরও প্রশংসায় ভাসিয়েছেন। যেভাবে দল এগিয়ে চলছে, খেলোয়াড়রা পারফরম্যান্স করছেন- সেটা ফাইনালেও অব্যাহত থাকবে জানান তুহিন।
দলের দুই তরুণ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাসেল এবং রোমান ইনজুরিতে। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েন তারা। পুরো সুস্থ না হয়েও আজ সেমিফাইনালে থাইদের বিপক্ষে খেলেছেন রাসেল, রোমান। ইনজুরি আক্রান্ত খেলোয়াড় এবং তাদের দুর্বল পারফরম্যান্সের কারণে আজ থাইল্যান্ডের বিপক্ষে শেষচারের ম্যাচে শুরুতে কিছুটা ঝামেলায় পড়তে হয়েছিল দলকে। এটা অবশ্য অস্বীকার করেননি তুহিন। বলেন, ‘আমাদের দুজন খেলোয়াড় ইনজুরিতে।
তাদেরকে নিয়ে আজকের ম্যাচ সাজানো হয়েছে। তারা একটু দুর্বল পারফরম্যান্স করেছেন। পরিকল্পনা বাস্তবায়নে তাই একটু সময় লেগেছে আজকের ম্যাচে। তাছাড়া থাইল্যান্ড ভালো দল। তাদের বিরুদ্ধে গুছিয়ে নিতে একটু সময় লেগেছে।’ তবে ফাইনাল ম্যাচের আগে রাসেল, রোমানকে ফিট হিসেবে দলে পাবেন এবং তাদের দলে রেখেই পরিকল্পনা সাজাবেন বলে মন্তব্য তুহিনের।
বঙ্গবন্ধু কাপ কাবাডির ফাইনালে ওঠার মধ্য দিয়ে আসন্ন এশিয়ান গেমস এবং বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। এটা দলের জন্য অনেক বড় অর্জন। এ ব্যাপারে তুহিন তরফদার বলেন, ‘আল্লাহর দরবারে শোকরিয়া আমরা ফাইনালে ওঠার মধ্য দিয়ে এশিয়ান গেমস ও বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। খুব ভালো লাগছে। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। বিশ্বকাপে কাবাডি দল থাকবে না- এটা বেমানান হয়ে যায়। আমরা এটা অর্জন করতে পেরে খুশি।’