শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:১১ অপরাহ্ন

করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত ২১৬

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০৪ অপরিবর্তিত আছে। এসময়ে ২১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৭ হাজার ৩৩৫ জন।

রোববার (৭ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এসময় সুস্থ হয়েছেন ৭২০ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৩০৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ০৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution