মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন

এলপিএলে নাম লেখালেন সাকিব আল হাসান

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন:: বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএলে) নাম লিখিয়েছেন। সরাসরি চুক্তিতে টাইগার এই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।

এর আগে সাকিবসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম টুর্নামেন্টটির ড্রাফটে তোলা হয়। এলপিএলের এবারের আসরে সবমিলিয়ে পাঁচটি দল অংশগ্রহণ করবে। দেশটির সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

আগামী মাসের ১১ তারিখ এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে সব দলই তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। সেই ধারাবাহিকতায় আগেই সাকিবকে দলে টেনেছে গল। এদিকে ক্যান্ডি ফেলকন্সে নাম লিখিয়েছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এছাড়া ঝাফনা কিংসে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলার। লঙ্কান লিগে নাম লিখিয়েছেন বিশ্ব ক্রিকেটের বড় তারকা ও পাকিস্তানি অধিনায়ক বাবর আজমও। এই সুপারস্টার কলম্বো স্ট্রাইকর্সের হয়ে খেলবেন। এছাড়া তারকা কুশল মেন্ডিস খেলবেন ডাম্বুলা আরোরার হয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution