শনিবার, ২৮ মে ২০২২, ১১:১১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ অনেক কষ্টে চট্টগ্রাম আবাহনীর জয়। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘকে আতিথ্য দেয় বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড। প্রথম লেগে তারা হারিয়েছিল স্বাধীনতাকে (২-১ গোলে)। দ্বিতীয় লেগেও তাই হলো। তবে প্রতিবারই স্বাধীনতা যথেষ্ট বেগ দিয়েছে ‘ব্লু পাইরেটস’ খ্যাত চট্টলার দলটিকে।
শুক্রবার ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত চট্টগ্রাম আবাহনীকে গোলই করতে দেয়নি তারা। প্রথমার্ধে গোলের দেখা নেই। দ্বিতীয়ার্ধে গোল হলো পাঁচটি। জমজমাট লড়াই করেও চট্টগ্রাম আবাহনীকে আটকাতে পারল না স্বাধীনতা ক্রীড়া সংঘ। দিনের অন্য ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও উত্তর বারিধারার কাছে পয়েন্ট খোয়াল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার স্বাধীনতাকে ৩-২ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ও উত্তর বারিধারার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
কুমিল্লায় ক্যান্ডি আগবানের ৭৪তম মিনিটের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। দুই মিনিট পরই সমতা ফেরান সাব্বির হোসেন। এরপর তিন মিনিটের মধ্যে জোড়া গোলে বন্দরনগরীর দলটিকে চালকের আসনে বসিয়ে দেন পিটার থ্যাঙ্কগড। আগবানেকে দিয়ে প্রথম গোলটি করানো এই নাইজেরিয়ান ফরোয়ার্ড ৬৫ ও ৮৮তম মিনিটে লক্ষ্যভেদ করেন। শেষ দিকে ব্যবধান কমান স্বাধীনতার বিশাল দাস।
গোপালগঞ্জে ম্যাচের ২৭তম মিনিটে দিদারুল আলমের কাছ থেকে বল পেয়ে মুক্তিযোদ্ধা সংসদকে এগিয়ে নেন সোমা ওতানি। ৬৮তম মিনিটে উত্তর বারিধারাকে সমতায় ফেরান কোত দি ভোয়ার ফরোয়ার্ড ইউসুফ বাম্বা।
তবে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী। এই জয়ে ১৫ ম্যচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে চট্টগ্রাম আবাহনী।
১১তম হারের স্বাদ পাওয়া স্বাধীনতা সংঘ আছে তলানিতে।
দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দলগুলোর মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের অবস্থা সঙ্গীন; ৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে তারা। ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে উত্তর বারিধারা।
৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ৩২।