মঙ্গলবার, ০৫ Jul ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ ঢাকার কেরাণীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ বিনা আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২১ জুন) দুপুরের র্যাবের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। র্যাব-১০ জানায়, গত সোমবার (২০ জুন) সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ লাখ টাকা সিজার মূল্যের ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক নারী একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে জানা যায়।