মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০০ অপরাহ্ন
রাজশাহী প্রতিনিধি:: রাজশাহীর পবা উপজেলায় হাঁসের মাংস খেতে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে পবা উপজেলার ডাঙ্গেরহাট মহিলা কলেজ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিন বন্ধু হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) ও কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী (২৬)।
রাজশাহী মহানগর পুলিশের কর্ণহার থানার ওসি ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার বিকালে পবা উপজেলার মড়মড়িয়া হাট থেকে হাঁসের মাংস খেয়ে রাজশাহী শহরের দিকে এক মোটরসাইকেলে আসছিল তিন বন্ধু। আর শহরে থেকে বিপরীত দিকে একটি রড় বোঝাই ট্রাক যাচ্ছিল। এ সময় পবা উপজেলার ডাঙ্গেরহাট মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপরে ছিটকে পড়ে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং রাকিবকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
তিনি আরও জানান, এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।