বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে মঙ্গলবার নতুন চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এ হিসাবে ওই অঞ্চলে প্রথম রোজা আগামী বৃহস্পতিবার।
আল জাজিরা জানিয়েছে, সৌদির বিভিন্ন অঞ্চল থেকে মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। এজন্য সেখানে রমজান শুরু হবে বৃহস্পতিবার।
তবে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বলে জানিয়েছে আল জাজিরা আরবি।
কাতারের আকাশেও মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যায়নি। দেশটির আওক্বাফ মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৪ হিজরি সনের শাবান মাস ৩০ দিনের হচ্ছে। চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার সেখানে রমজানের প্রথম দিন।
সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশের রোজা ও ঈদ শুরু হয়। ভৌগলিক পার্থক্যের কারণে এ অঞ্চলে চাঁদ একটু দেরিতে ওঠে। এজন্য আশা করা হচ্ছে- বাংলাদেশে প্রথম রোজা হবে শুক্রবার। সেই হিসাবে বৃহস্পতিবার দিবাগত রাতে তারাবি পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখতে হবে।
সূত্র : আল জাজিরা, গালফ নিউজ, আরব নিউজ