বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৬:০৩ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহগামী বাসের সঙ্গে উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই চার জন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহত ১৪ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।