সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৩:৫৩ পূর্বাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে ঋণের জ্বালা সইতে না পেড়ে মামুন শেখ (৪৪) নামের এক মুদি ব্যাবসায়ী আত্মহত্যা করেছে। শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছি বাজারে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী মামুন শেখ পার্শ্ববর্তী লৌহজং উপজেলার মালিরঅঙ্ক এলাকার মৃত শওকত শেখের পুত্র। ৩ সন্তানের জনক মামুন শেখ দোগাছি এলাকায় তার শ্বশুর মুনসুর আলী শেখের বাড়িতে বসবাস করার পাশাপাশি দোগাছি বাজারে ব্যবসা করতো।
সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে শ্রীনগর থানা পুলিশ আসে।
এলাকাবাসী জানায়, দোগাছি বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতর থেকে শাটার লাগানো অবস্থায় দোকানের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দঁড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে মামুন শেখ আত্মহত্যা করে থাকতে পারে। মামুন শেখের স্ত্রী হাসিনা বেগম জানায়, ব্যবসা করতে গিয়ে তার স্বামী অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পরেন। এতে তিনি বেশ কিছুদিন যাবত হতাশায় ভুগছিলেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতের পেলেই মৃত্যুর রহস্য জানা যাবে।